মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা
প্রকাশিত : ১৫:০২, ২০ অক্টোবর ২০২২ | আপডেট: ১৬:১০, ২০ অক্টোবর ২০২২
মালয়েশিয়ায় ১৫তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও মনোনয়নের দিন ধার্য্য করা হয়েছে ৫ নভেম্বর পর্যন্ত। এবং নির্বাচনী প্রার্থীদের প্রচারণার জন্য ১৪ দিন সময় বেধে দিয়েছেন নির্বাচন কমিশন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে মেনারা এসপিআর-এ এক সংবাদ সম্মেলনে ইসি চেয়ারম্যান তান শ্রী আবদুল গনি সালেহ এ তথ্য জানান। এছাড়া আগাম ভোট ১৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আব্দুল গনি আরও বলেন, প্রথম ধাপের ভোটে বিদেশে বসবাসকারী মালয়েশিয়ানদের জন্য ২৩ অক্টোবর, এজেন্সি ও সংস্থাগুলোর জন্য ২৬ অক্টোবর, মিডিয়া, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের জন্য ২ নভেম্বর তারিখ ধার্য্য করা হয়েছে।
১৫তম জাতীয় নির্বাচনে মোট ২২২টি সংসদীয় আসনের পাশাপাশি পাহাং-এর ৪২টি রাজ্যের আসন, পারলিসে ১৫টি রাজ্যের আসন এবং পেরাকের ৫৯টি রাজ্যের আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে।
গত ১০ অক্টোবর, প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব চতুর্দশ সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেন, যা ইয়াং দি-পার্টুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতি পাওয়ার পরপরই কার্যকর হয়।
দেশটির সংবিধান অনুযায়ী, সংসদ বিলুপ্ত ঘোষণার ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এর বাহিরেও দেশটির পেরাক, পাহাং এবং পার্লিসে ১৫তম সাধারণ নির্বাচন একযোগে রাজ্য নির্বাচন করার জন্য তাদের রাজ্য বিধানসভাগুলো ভেঙে দেয়।
অপরদিকে, দেশটির মেলাকা, জোহর, সাবাহ এবং সারাওয়াক নামে বেশ কয়েকটি রাজ্য বিধানসভা এখনো ভেঙে দেয়া হয়নি কারণ সম্প্রতি রাজ্যগুলোর নির্বাচন হয়েছে।
মালয়েশিয়ার মোট ভোটার ২ কোটি ১০ লাখ, ২২২ জন সাংসদ সদস্য নির্বাচনের জন্য আগামী মাসে ভোট দেবেন। আর সরকার গঠনের জন্য নির্দিষ্ট দল বা জোটকে ১১২টি আসন জিততে হবে।
এমএম/ এসএ
আরও পড়ুন