ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে তদন্ত কমিটি।

কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের তদন্ত কমিটি জানায়, ১৪ নভেম্বর থেকে ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ৪ নভেম্বরের মধ্যেই তাকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

কমিটি বলছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নেন ট্রাম্প। ওই সময় তিনি কার কার সাথে যোগাযোগ করেছিলেন ও কি কি নির্দেশনা দিয়েছিলেন তা খতিয়ে দেখছে কমিটি। 

কমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ বেনি থম্পসন বলেছেন, ট্রাম্পকে তলব করা হলে তাকে ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার বিষয়ে শপথের আওতায় তথ্য উপাত্ত ও সাক্ষ্য দিতে হবে।

এর আগে কংগ্রেস অবমাননার দায়ে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে ক্যাপিটল হিলে হামলার সময় এক দাঙ্গাকারীকে সহায়তা করায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মাইকেল রিলে নামের ওই কর্মকর্তা এক দাঙ্গাকারীর সঙ্গে ফেসবুকে কথা বলেন এবং দাঙ্গাকারী ক্যাপিটল হিলের ভেতরে যে ক্ষয়ক্ষতি করেছিল তা সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি