ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাইবেরিয়ায় ভবনে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৩ অক্টোবর ২০২২

পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি রুশ সামরিক বিমান রোববার সাইবেরিয়ার ইরকুটস্ক নগরীর এক দ্বিতল ভবনে বিধ্বস্ত হয়ে দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। 

আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিমানের দু’জন পাইলটই নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কেউ আহত হননি। খবর এএফপি’র। 

ইগোর কোবজেভ অন্ধকার আকাশে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে যে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় এসইউ-৩০ যুদ্ধবিমানটি নিচে নেমে এসে আগুনের সূত্রপাত ঘটায়। তবে দুই পাইলট নিহত ছাড়া অন্য হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে ওই ভবনে আগুন এবং কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। অনলাইনে পোস্ট করা একটি নজরদারি ক্যামেরার আরেকটি ভিডিওতে দেখা যায় যে, যুদ্ধবিমানটি প্রায় খাঁড়াভাবে নিচের দিকে নেমে আসছে।

ইউক্রেনের কাছাকাছি দক্ষিণ বন্দর শহর ইয়েস্কের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আরেকটি রাশিয়ান যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটল। যে দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়। সূত্র- রয়টার্স। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি