ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৯ অক্টোবর ২০২২

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর নিজ বাড়িতে আক্রমণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি। 

সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলাকারী ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে প্রবেশ করে তার স্বামী পলের ওপর হামলা চালায়।

এতে গুরুতর আহত হয়েছেন পল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারি পুলিশ হেফাজতে রয়েছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। 

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে পেলোসির কার্যালয় থেকে।

বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভালভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে।

হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ন্যান্সি ও পল পেলোসি বিয়ে করেন ১৯৬৩ সালে। এ বছরের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পল একটি জিপকে ধাক্কা দেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন।

পল নিজে তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছিলেন। এরপর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতেই তার পাঁচদিনের জেল হয়। যদিও জেলে তাকে মাত্র এক রাতই রাখা হয়েছিল। ওই ঘটনার পর এবার বাড়িতে তার ওপর হামলা হল।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি