ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইউক্রেন শস্য চুক্তি রক্ষায় গুতেরেসের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৩১ অক্টোবর ২০২২

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ রক্ষায় তার প্রচেষ্টা তুলে ধরতে ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তার মুখপাত্র এ কথা জানান। খবর সিনহুয়ার।

রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরে হামলার পর দেশটি শনিবার ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভে তাদের অংশগ্রহণ স্থগিত ঘোষণা করেছে।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ হচ্ছে ১২০ দিন এবং সে মোতাবেক  আগামী ১৯ নভেম্বর এর মেয়াদ শেষ হবে। শর্ত অনুযায়ী, এ ব্যাপারে কোন পক্ষ আপত্তি না তুললে চুক্তিটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো যেতে পারে বলে পক্ষগুলো সম্মত হয়েছিলো।

এক বিবৃতিতে জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “মহাসচিব ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের চলমান পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আলজিয়ার্সে আরব লীগের (এএল) শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য তার সফর এক দিন পিছিয়ে দিয়েছেন।”

বিবৃতিতে বলা হয়, গুতেরেস ব্ল্যাক সি ইনিশিয়েটিভে রাশিয়ার অংশগ্রহণের স্থগিতাদেশের অবসান ঘটাতে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন। একইভাবে তিনি ইউক্রেন থেকে খাদ্য ও সার রপ্তানি সহজতর করার উদ্যোগ নবায়ন ও এর পূর্ণ বাস্তবায়ন এবং রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির ক্ষেত্রে থাকা বাধাগুলো অপসারণে প্রচেষ্টা চালাচ্ছেন।

প্রাথমিকভাবে সোমবার গুতেরেসের আরব লীগের সম্মেলনে যাওয়ার কথা ছিল।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি