ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিহারে চার দিনের ছট পূজায় ডুবে মরেছেন ৫৩ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

উৎসবের আনন্দের মধ্যে শোকের ছায়া ভারতের বিহারে। চার দিন ব্যাপি ছট পূজায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

দিওয়ালি শেষ হতেই গোটা বিহার মেতেছিল ছট পূজায়। চার দিন ধরে ছট পূজা পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০ অক্টোবর পুর্নিয়া জেলায় ডুবে মারা গিয়েছে ৫ জন, অন্য দিকে পটনা, মুজফ্ফরপুর, সমস্তিপুর এবং সহর্সতে ৩ জন করে মারা গিয়েছেন। গয়া , বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। উৎসবের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।

উৎসবের মধ্যে রাজ্যের ৫৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। এইসঙ্গে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। দ্রুত মৃতদের পরিচয় শনাক্ত করে পরিবারগুলিকে ক্ষতিপূরণ পৌঁছে দিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি