ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ডেনমার্কের নির্বাচনে চূড়ান্ত ফলাফলে বাম দল বিজয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২ নভেম্বর ২০২২

ডেনমার্কের ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন মঙ্গলবারের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী ব্লক মাত্র এক আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আবারো ক্ষমতার মসনদে বসবেন।

চূড়ান্ত ফলাফল থেকে ব্লকটির জয়লাভের কথা জানা যায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ নির্বাচনে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ডেনমার্কের মূল ভূখণ্ডে ফ্রেডরিকসেনের ব্লক ৮৭টি আসন পেয়েছেন। তারা দেশটির স্বায়ত্বশাসিত বিদেশি অঞ্চল ফ্যারো দ্বীপপুঞ্জ এবং গ্রীনল্যাণ্ডে আরো তিনটি আসনে জয় পায়। ফলে তার বামপন্থী  ব্লকটি পার্লামেন্টের ১৭৯ আসনের মধ্যে ৯০টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি