ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহু’র জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ৪ নভেম্বর ২০২২

ইসরাইলি নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু এবং উগ্র ডানপন্থীরা জয়ী হয়েছেন। ১২০ আসনবিশিষ্ট ইসরাইলি পার্লামেন্ট নেসেটে তারা ৬৪টি আসন পেয়ে সরকার গঠন করতে পারার মতো শক্তি অর্জন করেছেন। এর ফলে বিতর্কিত নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরছেন।

বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, পার্লামেন্টে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ৩২টি আসন। আর বাকি ৩২টি পেয়েছে তার মিত্ররা।

অন্যদিকে ইয়ার লাপিদের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মধ্যপন্থী জোট পেয়েছে ৫১টি আসন।

ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবারই নেতানিয়াহুকে অভিনন্দিত করেছেন লাপিদ।
সূত্র : আলজাজিরা
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি