ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চার দিন ধরে গলায় আটকে আমের আঁটি, তারপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ১০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিপদ কী থেকে আসতে পারে, তা বোঝা দায়। মাছের কাঁটা বা মাংসের হাড়ের টুকরো গলায় আটকে গেলে বিপদ হতে পারে, তা আমরা অনেকেই জানি। কিন্তু আর কী কী গলায় আটকালে তা থেকে প্রাণ সংশয় ঘটতে পারে?

খেতে খেতে অন্যমনস্কতায় খাবারের টুকরো অনেক সময়ই খাদ্যনালীর বদলে শ্বাসনালীতে আটকে যায়। কিছু ক্ষণের জন্য দমবন্ধকর পরিস্থিতিও তৈরি করে। কখনও পানি, কখনও শুকনো রুটি, বা কখনও কলা খেয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। কিন্তু সমস্যা হাতের বাইরে চলে গেলে তখন চিকিৎসকের দারস্থ হওয়া ছাড়া উপায় থাকে না। সে ক্ষেত্রে সঠিক সমাধান সম্ভব। কিন্তু চিকিৎসায় যদি গলদ থাকে, তখন জীবন নিয়ে টানাটানি। যেমনটা ঘটেছে ব্রিটেনের সারে প্রদেশে।

বছর ৫৭-র এক মহিলা আচার খেতে খেতে আমের সঙ্গে আঁটি গিলে ফেলার পর, কিছুতেই স্বাভাবিক হতে পারছিলেন না। লক্ষণ ভাল নয় তা বুঝতে পেরেই আর সময় নষ্ট করেননি তিনি। সোজা চলেন গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু চিকিৎসক নাকি পরীক্ষা করে তেমন অস্বাভাবিক কিছু পাননি, তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেন চিকিৎসকরা। কিন্তু বাড়ি ফিরে আসার পরও তার গলায় সমস্যা হচ্ছিল। গলা দিয়ে কোনও খাবারই নামতে চাইছে না দেখে চিকিৎসকরা আন্দাজ করেছিলেন, হয়তো গলায় কোনও আঁচড় লেগে এমনটা হচ্ছে। চিকিৎসকরা ওই মহিলাকে আশ্বস্ত করে বলেন, যদি সমস্যা গুরুতর হয়, তখন আবার হাসপাতালে আসতে।

ঘটনার চার দিন কেটে যাওয়ার পর, হঠাৎ তিনি বুঝতে পারেন যে তার গলায় সংক্রমণ বাসা বাঁধতে শুরু করেছে। তৎক্ষণাৎ অন্য একটি হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে আবার সমস্ত পরীক্ষা নিরিক্ষা করা শুরু হয়। সিটিস্ক্যান করে দেখা যায়, তার খাদ্যনালীর অনেকটা অংশ ছিঁড়ে গিয়েছে। তৎক্ষণাৎ অস্ত্রোপচার করে খাদ্যনালীর ওই ছেঁড়া অংশটি জোড়া দেওয়া এবং গলায় আটকে থাকা আঁটির অবশিষ্ট অংশ বের করে আনা হয়।

সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন, “মাছের কাঁটা বা মাংসের হাড়ের টুকরো নিয়ে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হলেও ফলের আঁশ বা মুড়ির মতো সামান্য খাবারগুলির দিকে আমরা বিশেষ নজর দিই না। এমন সামান্য বিষয়গুলি থেকেও যে বড় বিপদ আসতে পারে তা মাথায় রেখেই খাওয়া উচিত।”

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি