ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বালি সম্মেলনে শি’র সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালিতে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন নেতা প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র ক্যারিন জিয়ান-পিরি বলেন, “এই দুই নেতা যোগাযোগ বজায় রাখা এবং বাড়ানোর বিভিন্ন প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি তারা অভিন্ন স্বার্থ রয়েছে এমন ক্ষেত্রে কীভাবে দায়িত্বশীলতার সাথে একত্রে কাজ করা যায় সেটা নিয়েও আলোচনা করবেন।”

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে দুই নেতার মধ্যে সাক্ষাত হয়েছিল এবং গত ২২ মাসে তারা অনেকবার টেলিফোনে কথা বলেছেন। তবে মহামারি করোনাভাইরাস এবং বিদেশ ভ্রমণে শি’র অনাগ্রহ দুই নেতার সরাসরি সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায়।

শি গত মাসে চীনের কমিউনিষ্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর দুই নেতা বালিতে সম্মেলন চলাকালে সাক্ষাত করতে যাচ্ছেন।

দুই দেশের বিশাল অংকের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক থাকলেও একে অপরের সাথে সামরিক ও কূটনৈতিক প্রভাব খাটানোর ব্যাপারে চ্যালেঞ্জ রয়েছে। বিশেষকরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি