ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল নীল নদে, নিহত ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৩৩, ১৩ নভেম্বর ২০২২

উদ্ধার করা সেই দুর্ঘটনা কবলিত বাসটি

উদ্ধার করা সেই দুর্ঘটনা কবলিত বাসটি

মিশরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে পড়ে গেলে তিন শিশু-সহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। 

স্থানীয় সময় শনিবার বিকেলের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদের খাদে। এসময় বাসে ৩৫ জন যাত্রী ছিল।

মিশরের এই এলাকায় দুর্ঘটনার খবর বিরল নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন। অক্টোবরেও একটি মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি