ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় জি-২০ শীর্ষ সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:২৯, ১৫ নভেম্বর ২০২২

ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত জোটের জি-২০ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে ইন্দোনেশিয়ার আহ্বান জানানো মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।  

সম্মেলনের সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিদ্যমান ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। 

জি-টুয়েন্টি ব্লকে যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং জার্মানির মতো দেশ আছে। বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশই এই দেশগুলোর এবং বিশ্ব অর্থনীতিতে এদের ৮০ শতাংশ অবদান রয়েছে।

রাশিয়া জানিয়েছে, ব্যস্ততার কারণে পুতিন এ সম্মেলনে যোগ দিতে পারবেন না এবং তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উপস্থিত থাকবেন।

তবে, ভিডিও লিঙ্কের মাধ্যমে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকটের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। 

এতে রুশ নেতার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

সম্মেলন শুরু হওয়ার আগের দিন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি