ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৬ নভেম্বর ২০২২ | আপডেট: ০৯:৫৭, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প এ ঘোষণা দেন যে, মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি আবার রিপাবলিকানদের হয়ে মাঠে নামবেন। 

এ সময় ট্রাম্প বলেন, “আমেরিকাকে আবার মহান করার জন্য, আমি আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি “

তিনি আরও বলেন, “আমি লড়াই করবো কারণ আমি বিশ্বাস করি যে, এই জাতি কি হতে পারে, তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি। আমরা আবার আমেরিকাকে প্রথমে রাখবো।”

 

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বয়স দাঁড়াবে ৭৮ বছর। পরবর্তী নির্বাচনে নামলে এটি হবে প্রেসিডেন্ট হওয়ার জন্যে তার তৃতীয় লড়াই। তিনি ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পক্ষে বেশ জোয়ার তৈরি হবে বলে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহল ধারণা করেছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি