ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

কিয়েভের অর্ধেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৬ নভেম্বর ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত অর্ধেক লোক বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র মঙ্গলবার এ কথা জানান।

রাশিয়ার হামলার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মেয়র ভিতালি ক্লিৎসচকো বলেন, ‘রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিভাগ ইউক্রেন জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।’

তিনি আরো বলেন, এর ফলে রাজধানীর কমপক্ষে অর্ধেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ইউক্রেনের রাজধানীর মেয়র মঙ্গলবার বলেছেন যে রাশিয়ার হামলার পর জরুরি বন্ধের ফলে কিয়েভের অন্তত অর্ধেক জনসংখ্যা বিদ্যুৎ নেই।

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির অফিসের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেন জুড়ে ১৫ টি জ্বালানি সুবিধা ক্ষতিগ্রস্ত হওয়ার পর, সাত মিলিয়নেরও বেশি গ্রাহক এখন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

"আমাদের পাওয়ার ইঞ্জিনিয়াররা এখন যত তাড়াতাড়ি সম্ভব পাওয়ার সাপ্লাই পুনরায় সংযোগ করার জন্য সবকিছু করছে।" বলে জানান তিনি। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি