ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার আভাস নেই: ন্যাটো প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৭ নভেম্বর ২০২২

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ যুদ্ধের চূড়ান্ত দায়ভার রাশিয়ার।

ন্যাটো দূতদের বৈঠকে সভাপতিত্ব শেষে স্টলেনবার্গ বলেন, “ঘটনার তদন্ত চলছে। ফলাফল জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইচ্ছাকৃত হামলা চালানোর কোন আভাস আমরা পাইনি।”

তিনি বলেন, “প্রাথমিক বিশ্লেষণে বলতে পারি এটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে।”

স্টলেনবার্গ আরো বলেন, “তবে আমাকে স্পষ্ট করে বলতে দিন, এটি ইউক্রেনের দোষ নয়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় এর চুড়ান্ত দায়ভার তাদের।”

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় পেশেভোডুফ গ্রামে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হয়।

পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্যরা ক্ষেপণাস্ত্রটি কোত্থেকে ছোড়া হয়েছে তা জানার চেষ্টা করছে।

এদিকে রাশিয়া শুরু থেকেই বলে আসছে এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি