ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনের ১ কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে রুশ মিসাইল হামলায় ১ কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবারের বিভিন্ন শহরে রাশিয়ার তীব্র গোলাবর্ষণের পর এই তথ্য জানান তিনি।

রাজধানী কিয়েভ, বন্দরনগরি ওডেসা,  ভিনিসিয়া এবং সুমি শহরে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ৭ মারা গেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জাপোরিঝিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নিকোপোল শহরের চারপাশে কমপক্ষ ৭০টি রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এছাড়া হামলায় জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি গ্যাস উৎপাদন কেন্দ্র। এ অবস্থায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি