ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও টুইটারে ফিরছেন না ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২০ নভেম্বর ২০২২

পুনর্বহাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট।

শনিবার টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক বিষয়টি নিয়ে একটি জরিপ চালান। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার পুনর্বহালের পক্ষে মতামত দেন। তবে ভোটের ব্যবধান ছিল খুব সামান্য। দৈনিক ২৩৭ মিলিয়ন টুইটার ব্যবহারকারীর ১৫ মিলিয়নেরও বেশি টুইটার ব্যবহারকারী ভোট দেন। ৫১.৮ শতাংশ ভোট গেছে ট্রাম্পের অ্যাকাউন্ট সচল করার পক্ষে। বিপক্ষে ভোট দিয়েছেন ৪৮.২ শতাংশ।

এদিকে, অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প নিজের এই ইচ্ছার কথা জানান।

একই সঙ্গে ওই ভিডিওতে মাস্কের জরিপকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, আমি মাস্কের ভক্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।

এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের ৮ কোটিরও বেশি ফলোয়ার ছিল। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়। 

সূত্র: রয়টার্স
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি