ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২০ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সময় শনিবার রাতে কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় অবস্থিত ক্লাবটিতে হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৮ জন। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে হামলায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাব কিউ কর্তৃপক্ষ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি