ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ভার্জিনিয়ায় সুপারশপে বন্দুক হামলায় নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:৫০, ২৩ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক শহরের একটি ওয়ালমার্ট স্টোরে মঙ্গলবার রাতে একজন বন্দুকধারী গুলি করে অন্তত ১০ জনকে হত্যা করেছে। শহরের কর্মকর্তারা জানয়িছেন, বন্দুকধারীও মারা গেছে।

চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, “পুলিশ বিভাগ রাত ১০টার দিকে ওয়ালমার্টের অভ্যন্তরে গুলি চালানোর খবর পায়। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত এবং একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।”

কোসিনস্কি বলেন, “বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী একজন কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা এখনোও জানা যায়নি।” বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তিন দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় গণগুলির ঘটনা এটি। চলতি সপ্তাহের শনিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে ক্লাব কিউ নামের একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
সূত্র: নিউইয়ক টাইমস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি