ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চীনের দুই শহর থেকে করোনা বিধি উঠল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১ ডিসেম্বর ২০২২

ব্যাপক বিক্ষোভের পর অবশেষে চীনের দুই শহর থেকে করোনা বিধি তুলে নিয়েছে কর্তৃপক্ষ। 
স্থানীয় সময় বুধবার রাতে দক্ষিণের গুয়াংজু শহরের অধিকাংশ এলাকাকে করোনা ঝুঁকিমুক্ত ঘোষণা করে সব বিধি তুলে নেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে গণ করোনা পরীক্ষাও বন্ধ করে দেয় তারা। একই দিন চংকিং শহরেও কোয়ারেন্টাইন তুলে নেয়া হয়।

করোনা আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এরআগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গুয়াংজুসহ চীনের বিভিন্ন শহরে বিক্ষোভ করে করোনা বিধিবিরোধীরা।

এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি