ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তেহরানে গুলিতে নিহত এক আন্দোলনকারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ ফুটবল থেকে বিদায়ের আনন্দ উদযাপন করতে গিয়ে ইরানের তেহরানে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে হিজাববিরোধী এক আন্দোলনকারী।

বিভিন্ন মানবাধিকার সংগঠন জানায়, বিশ্বকাপে হারের পর তেহরানের উত্তর-পশ্চিমে আনজালি শহরে গাড়িতে হর্ন বাজিয়ে উদযাপনে মেতেছিল ২৭ বছর বয়সী মেহরান।

এসময় হঠাৎ নিরাপত্তা বাহিনী মেহরানের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় সে।

হিজাববিরোধী আন্দোলনকারীদের দাবি, এই হার ফুটবল দলের নয়, সরকারের।

ইরানে হিজাব আইন লঙ্ঘনের দায়ে পুলিশী হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন শুরু হয়, তা পৌঁছায় ফুটবল বিশ্বকাপের মঞ্চেও।

খোদ দেশটির ফুটবল দলও খেলার মাঠে জাতীয় সঙ্গীত না গেয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি