ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিক্ষোভে ২ শতাধিক মানুষ নিহতের কথা স্বীকার করলো ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইরান। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘দাঙ্গার’ কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ‘সন্ত্রাসী হামলায়’ তারা নিহত হয়েছে। নিহত অন্যরা ‘দাঙ্গাকারী” এবং ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য।’ এছাড়া ‘নিরাপত্তা বিশৃঙ্খলার পরিস্থিতিতে নিরাপদ ব্যক্তি মারা গেছে’ বলেও জানানো হয়েছে বিবৃতিতে। 

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, অস্থিরতার সময় তিন শতাধিক মানুষ ‘শহীদ ও নিহত’ হয়েছে।

এর আগে বিদেশভিত্তিক কয়েকটি বেসরকারি সংস্থা জানিয়েছিল, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হাতে চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।

১৬ সেপ্টেম্বর ইরানের নিরাপত্তা বাহিনীর হেফাজতে মাহশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি