ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:০৬, ৬ ডিসেম্বর ২০২২

আবারও ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাশিয়া হামলা শুরু করে। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্যুৎ গ্রিডে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে বলে জানান হয়। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চল ওডেসাও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কিয়েভ দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি ভূপাতিত করেছে। এবারের ক্ষেপণাস্ত্র হামলা আগেরবারের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে না বলে ধারণা করছে ইউক্রেন।

সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রুশ হামলার কারণে প্রতিবেশী মোলদোভাতেও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলা আবারও প্রমাণ করে যে, রাশিয়ার এ ধরনের ব্যাপক সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, আমাদের সমগ্র অঞ্চলের জন্যও হুমকি।

বেশ কয়েকদিন ধরে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করছিল কিয়েভ। দেশজুড়ে শীতের প্রকোপের মধ্যে এর আগেও বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আগে ইউক্রেন রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ক্রেমলিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় তিন সেনা নিহত এবং দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন এখনো ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি