ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মিয়ানমারে জান্তা অবস্থানে হামলায় ৭৩ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৬ ডিসেম্বর ২০২২

মিয়ানমারজুড়ে বিভিন্ন জান্তা অবস্থানে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। তাদের দাবি তিন দিনে এ হামলায় ৭৩ সেনা নিহত হয়েছেন। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে জান্তা সরকার সহিংস দমন নীতি গ্রহণ করে। 

এ পর্যন্ত কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) গঠন করে।

শনিবার (৩ ডিসেম্বর) কায়াহ রাজ্যের ডোমোসো এলাকায় হামলায় অন্তত ২০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সেনারা বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায়। 

এদিকে, রোববার (৪ ডিসেম্বর) ম্যাগওয়েতে পিডিএফ সদস্যদের সঙ্গে লড়াইয়ে আরও ৩০ জন সেনা নিহত হয়েছেন।

ইরাবতীর প্রতিবেদন অনুযায়ী, মাগওয়ে, মন্ডল, সাগাইং, বাগো, ইয়াঙ্গুন ও তানিনথারি অঞ্চলে লড়াই হয়। তবে গণমাধ্যম স্বাধীনভাবে সেনা নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি