ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৬ ডিসেম্বর ২০২২

থাইল্যান্ডের সমস্যাপূর্ণ দক্ষিণ অঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে ৪ জন। 

পুলিশ জানিয়েছে, মালয়েশিয়া সীমান্তের শঙ্খলা প্রদেশে শনিবারের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে যাচ্ছিলেন একদল কর্মী। এ সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে। শনিবারের ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরত্বে এই বোমা পুঁতে রাখা হয়েছিল।

পুলিশের কর্নেল চার্টচাই চানাসিট বলেন, আমাদের ধারণা শনিবার থেকে সেখানে বোমা রাখা ছিল। তবে এটা ছাড়া আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে সংঘাত বিরাজ করছে। সংঘাতে কমপক্ষে ৭ হাজার মানুষ নিহত হয়েছে। অঞ্চলটি মুসলিম অধ্যুষিত এবং তারা স্বায়ত্তশাসনের দাবি করছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি