ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড নীতি শিথিল করছে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চীন বুধবার দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিলের ঘোষণা দিয়েছে।
 
বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশানে থাকতে পারবে। এছাড়া ঘন ঘন পরীক্ষা সংক্রান্ত বাধ্য বাধকতাও আরো কমিয়ে আনা হবে।

উল্লেখ্য, চীনে করোনা সংক্রমণে নেয়া কঠোর বিধি নিষেধের বিরুদ্ধে সম্প্রতি বেইজিংসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। এ প্রেক্ষিতে কর্তৃপক্ষ করোনার বিধি নিষেধ শিথিলের উদ্যোগ নেয়া শুরু করে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি