ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গুজরাটের ফল ট্রেলার, সাধারণ নির্বাচনে পুরো সিনেমা: মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৯ ডিসেম্বর ২০২২

ভারতের গুজরাটে বিজেপির রেকর্ড জয়ে শক্ত ভিত্তি পেলো বিজেপি। আগামীতে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণ আরো পোক্ত হল।

গুজরাটের এই ফলাফলকে ট্রেলার আখ্যা দিয়ে পুরো সিনেমা ২০২৪ সালের সাধারণ নির্বাচনে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন মোদি।

এছাড়া এই জয় মোদি সরকারের প্রতি জনতার আস্থার প্রমাণ বলেই মনে করেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গুজরাট রাজ্যে ভুমিধস জয়, ভারতজুড়ে মোদির আধিপত্যকে আরো জোরালো করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এদিকে হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি হারলেও, এটিকে পরাজয় হিসেবে মানতে নারাজ মোদি। রাজ্যটির ৬৮টি আসনের মধ্যে  ২৫টি আসন পেয়েও হিমাচলের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান নরেন্দ্র মোদী ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি