ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডার ২শ’ কর্মকর্তার মস্কো প্রবেশে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কানাডার নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে ২শ’ কানাডিয়ান কর্মকর্তাকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

শুক্রবার এই ঘোষণা দেয় মস্কো।

স্বাস্থ্যমন্ত্রী  জিন-ইভেস ডুকলোস এবং কানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক অব কমার্সের (সিআইবিসি) প্রধান ভিক্টর ডডিগও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ ‘রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞার’ প্রতিক্রিয়া হিসেবে গণ্য হবে।

এটি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাজনীতিকে ‘তীব্র ঘৃণা’ হিসেবে চিহ্নিত করেছে।

এই তালিকায় রয়েছে কনজারভেটিভ পার্টির মুখপাত্র সারাহ ফিশার, টেলিস্যাটের সিইও ড্যানিয়েল গোল্ডবার্গ, প্রধান নির্বাচনী কর্মকর্তা স্টিফেন পেরাল্ট এবং ইউক্রেনীয় বংশোদ্ভূত কয়েকজন বিশিষ্ট কানাডিয়ান নাগরিক।

পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের ১৪শ’র ও বেশি ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।

একই ধরনের নিষেধাজ্ঞার প্রতিশোধ নিয়েছে রাশিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি