ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১০ ডিসেম্বর ২০২২

কড়া হুঁশিয়ার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ওপর কোনো দেশ পারমাণবিক হামলা চালানোর দুঃসাহস দেখালে সেই দেশকে পৃথিবী থেকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে। 

শুক্রবার (৯ডিসেম্বর) কিরগিজস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এমন মন্তব্য করেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, প্রতিরক্ষার জন্য রাশিয়ার প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো নির্দেশনা নেই, যেমনটি যুক্তরাষ্ট্র করেছিল। তবে আক্রমণের শিকার হলে অত্যাধুনিক হাইপারসনিক এই অস্ত্রই রাশিয়ার শক্তিশালী জবাবের নিশ্চয়তা দেবে।

এছাড়া ইউক্রেনে যুদ্ধের জন্য নতুন করে সেনা সমাবেশের আর প্রয়োজন নেই বলে জানান পুতিন। 
তিনি এই সময় অভিযোগ করেছেন, বেলারুশের রাজধানী মিনস্কে জার্মানি এবং ফ্রান্স ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অস্ত্রবিরতি চুক্তি করে পরে রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

সাংবাদিকদের পুতিন বলেন, ইউক্রেন সংঘাত নিরসনে চূড়ান্ত একটি চুক্তি হওয়া দরকার এবং ক্রেমলিন এর জন্য দ্বার খোলা রেখেছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ২৯০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি