ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পুতিনের সমালোচনায় নোবেল শান্তি পুরস্কার গ্রহীতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১১ ডিসেম্বর ২০২২

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে।

নরওয়ের রাজধানী অসলোতে শনিবার বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি কারাগারে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী।

নোবেল শান্তি পুরস্কার গ্রহীতারা ইউক্রেনে পুতিনের ‘উন্মাদ’ যুদ্ধের সমালোচনা করেন।
পুরস্কারগ্রহণ অনুষ্ঠানে রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের প্রধান ইয়ান রাচিনস্কি বলেন, ‘পুতিনের অধীনে প্রতিরোধ হলো ‘ফ্যাসিজম’। ইউক্রেনের বিরুদ্ধে পাগলাটে এবং অশুভ যুদ্ধের আদর্শিক ন্যায্যতা প্রমাণ করতে এটা ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে ইউক্রেনের নোবেলবিজয়ী সেন্টার ফর সিভিল লিবার্টিজের ওলেকসান্দার মাতভিচুক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বিচারের মুখোমুখি করতে ‘আন্তর্জাতিক ট্রাইবুনাল’ গঠনের আহ্বান জানান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি