আফগানিস্তানের ৫ শতাধিক উন্নয়ন প্রকল্পে ভারত
প্রকাশিত : ২২:০৪, ১১ ডিসেম্বর ২০২২
আফগানিস্তানের সঙ্গে উন্নয়ন অংশীদার হিসাবে দেশটির ৩৪টি প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাঁচ শতাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে ভারত। শুক্রবার লোকসভায় এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন এ কথা জানান।
তিনি বলেন, “আফগানিস্তানের সঙ্গে ভারত একটি উন্নয়ন অংশীদারিত্বেযুক্ত রয়েছে। এই অংশীদারিত্বের আওতায় আফগানিস্তান জুড়ে বিদ্যুৎ, পানি সরবরাহ, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পাঁচ শতাধিক প্রকল্প বাস্তবায়ন করবে। ভারত সরকারের প্রতিশ্রুত আফগানিস্তানের প্রকল্পগুলো বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে এবং সেগুলো হস্তান্তর করা হয়েছে।”
এএনআই জানিয়েছে, ২০১১ সালে ভারত-আফগানিস্তান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ভি মুরালিধরন বলেন, ওই চুক্তির আওতায় ছিলো বিভিন্ন খাতে আফগানদের দক্ষ করতে দেশটির অবকাঠামো ও বিভিন্ন প্রতিষ্ঠান র্নিমাণ করে শিক্ষা ও প্রযুক্তি সহায়তা দেওয়া।
আফগান সংবাদমাধ্যমে টোলো নিউজ জানিয়েছে, গত নভেম্বরে আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয় বলেছিল, তাদের থেমে থাকা ২০টি প্রকল্প শুরু করবে ভারত। কূটনীতিক ভারত কুমার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দিল্লির প্রকল্পগুলো পুনরায় শুরু করার আগ্রহ দেখিয়েছেন। আফগান নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হামদুল্লাহ নোমানির সঙ্গে সাক্ষাতে অন্তত ২০টি প্রকল্প চালুর কথা বলেছিলেন তিনি।
আফগান নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ কামাল আফগান বলেন, “প্রকল্পগুলো আগের সরকারের মেয়াদে বাস্তবায়ন শুরু হয়েছিলো; কিন্তু মাঝখানে রাজনৈতিক পরিবর্তন বা অন্যান্য সমস্যার কারণে প্রকল্পগুলো বিলম্বিত হয়েছিল। ভারত এখন সেই প্রকল্পগুলো পুনরায় চালু করতে আগ্রহী।”
অর্থনীতিবিদদের বরাতে টোলো নিউজ জানিয়েছে, তারা বিশ্বাস করেন, প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে কর্মসংস্থানের সুযোগ এবং দেশে উন্নয়ন হবে।
অর্থনীতিবিদ নাজকামির জিয়ারমাল বলেন, “এই প্রকল্পগুলো পুনরায় চালু হলে (আফগানিস্তানের) দারিদ্র্য ও বেকারত্বের মাত্রা কমবে।”
এসি
আরও পড়ুন