ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চীনা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে দুটি মামালা করা হয়েছে। অ্যাপসটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এটি শিশুদের নিরাপত্তায় বিঘ্ন তৈরি করেছে। শিশুদের নিরাপত্তা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করেছে। খবর রয়টার্সের।

টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সকে রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল টড রোকিতা।

যুক্তরাষ্ট্রে এর আগে থেকেই অ্যাপসটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকি ও চীন গুপ্তচরবৃত্তির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এরই মধ্যে গত বুধবার এই মামলা করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই টেক্সাস, সাউথ ডাকোটা এবং সাউথ ক্যারোলিনায় টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড রোকিতা এক বিবৃতিতে বলেছেন, টিকটক অ্যাপ দূষিত ও ভয়ংকর হুমকি আমাদের জন্য। এটি ইন্ডিয়ানা রাজ্যের ব্যবহারকারীদের ওপর বিরূপ ক্ষতিকর প্রভাব ফেলছে।

মামলায় বলা হয়েছে, টিকটক ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যালকোহল, তামাক, মাদকদ্রব্য, যৌন বিষয়বস্তু, নগ্নতা ও ইঙ্গিতমূলক চিত্রিত বিষয়বস্তু প্রচার ও প্রকাশ করেছে। এ ছাড়া অত্যন্ত সংবেদনশীল ডেটা এবং ব্যক্তিগত তথ্যের রিমগুলো অরক্ষিত হয়ে পড়েছে। তারা মনে করে এই তথ্যগুলো চীনা সরকারের কাছে সুরক্ষিত রয়েছে। ফলে এই আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হয়েছে।

এ বিষয়ে টিকটকের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তবে বলেছেন, আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা, গোপনীয়তা এবং নিরাপত্তা টিকটকের সর্বোচ্চ অগ্রাধিকার।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ব্যবহারকারীদের উইচ্যাট এবং টিকটক থেকে ডাউনলোড করা থেকে ব্লক করার চেষ্টা করেছিলেন, যা কার্যকরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপগুলোর ব্যবহারকে ব্লক করে দেবে। কিন্তু আদালতের লড়াইয়ের তিনি হেরে যান। ২০২১ সালে এসে ট্রাম্পের সেসব নিষেধাজ্ঞার বিষয়গুলো তুলে দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হয়েছে। দেশটির বেশ কয়েকটি রাজ্য এবং মার্কিন সামরিক বাহিনী সরকারি ডিভাইসে এই অ্যাপসটির ব্যবহার নিষিদ্ধ করেছে। মার্কিন বৃহত্তর বাজারে ব্যবসা টিকিয়ে রাখতে টিকটক তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি