ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্দুক হামলায় অস্ট্রেলিয়ায় ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডাউন অঞ্চলের উইয়েমবিলার ওয়েনস রোডে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। 

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

জানা গেছে, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে বাড়ির ভেতর থেকে গুলি ছোঁড়া হয়।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজন পুলিশ অফিসার সেখানে গিয়েছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে। 

নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ওই এলাকাকে ‘জরুরি অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছে। জনগণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ওই এলাকায় খুব কম মানুষ বাস করে। সেখানে বেশ কয়েকটি বড় সম্পদ ও গ্যাস ফিল্ড রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি