ভয়াবহ গোলাগুলির পর খুলল পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিং
প্রকাশিত : ১৮:৩৭, ১৩ ডিসেম্বর ২০২২
পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলেছে। গত দুইদিন আগে এই সীমান্তে তালেবান সীমান্তরক্ষীদের গুলিতে পাকিস্তানের ৯ নাগরিক নিহত হন। গোলাগুলিতে আফগানিস্তানের একজন সীমান্ত রক্ষী সদস্যও প্রাণ হারান।
ব্যস্ততম সীমান্ত ক্রসিংটি বাণিজ্য ও ট্রানজিটের কাজে ব্যবহৃত হয়। এই সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়।
গত মাসে এক বন্দুকধারী চামান সীমান্ত ক্রসিংয়ে এক পাকিস্তানি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেন। সেই ঘটনার পর সীমান্ত ক্রসিংটি এক সপ্তাহের জন্য বন্ধ ছিল।
চামান সীমান্তের পাকিস্তান সাইডের কর্মকর্তা আব্দুল হামিদ জেহরি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, ব্যবসা এবং বেসামরিক নাগরিকদের ব্যবহারের জন্য সীমান্ত খুলেছে। পরিস্থিতি এখন শান্ত বলেও জানান তিনি।
সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সংসদে বলেন, গুলির জন্য আফগান কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। তিনি জানান, আফগানিস্তান প্রথমে উসকানি প্রদান করে। পাকিস্তানের সীমান্তরক্ষীরা সীমান্তের বেড়া মেরামত করছিল। ঠিক ওই সময় তালেবানের সীমান্তরক্ষীরা গুলি শুরু করে। প্রথমে হতাহতের ঘটনা না ঘটলে দ্বিতীয় দফায় আফগানিস্তানের ওপাশ থেকে ভারী গোলাবর্ষণ করা হয় যাতে বেসামরিক নাগরিকরা নিহত হন।
গত বছর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে প্রতিবেশীদের সীমান্ত উত্তেজনা বেড়ে গেছে।
ইসলামাবাদ অভিযোগ করছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগান থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে তালেবান পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে।
সূত্র: আল জাজিরা
এমএম/
আরও পড়ুন