ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটে ব্রিটেনের নার্সরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩৮, ১৫ ডিসেম্বর ২০২২

ব্রিটেনজুড়ে ধর্মঘটে নেমেছেন হাসপাতাল নার্সরা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তাদের এ ধর্মঘট। ব্রিটেনের নার্সদের সংগঠন ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস এর ইতিহাসে এ ধরনের এত বড় ধর্মঘট আর কখনো দেখা যায়নি। তবে স্কটল্যান্ডে এখনও নার্সরা ধর্মঘটের কোনো ঘোষণা দেননি।

বৃহস্পতিবার সকাল থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট চলছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ধর্মঘট চললেও জীবন-রক্ষাকারী সেবা দিয়ে যাবেন নার্সরা। তবে রুটিন সার্জারি এবং অন্যান্য কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রয়্যাল কলেজ অব নার্সিং বলেছে, তাদের ধর্মঘটের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, মন্ত্রীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করতে চাননি। ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে, ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবি পূরণ করা সম্ভব নয়।

ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাবে। কেমোথেরাপি এবং কিডনি ডায়ালাইসিস অব্যাহত থাকবে। এছাড়া যেসব রোগী ইন্টেন্সিভ কেয়ারে আছেন তাদেরও সেবা দেওয়া হবে। নার্সরা বলছেন, তারা যথেষ্ট দেখেছেন। কিন্তু তাদের যথেষ্ট বেতন এবং মূল্য দেওয়া হচ্ছে না। সরকার তাদের কথা শুনছে না, ফলে তাদের সামনে ধর্মঘটের বিকল্প ছিল না।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি