ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার তেল শোধনাগারে অগ্নিকান্ডে দুইজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১৫ ডিসেম্বর ২০২২

সাইবেরিয়ার পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে বৃহস্পতিবার এক বড় ধরনের অগ্নিকান্ডে দুইজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে, কর্তৃপক্ষ এ কথা জানায়।

সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী আঙ্গারস্কের এই তেল শোধনাগারে স্থানীয় সময় সকাল ৬ টায় আগুন লাগে। খবর এএফপি’র।

নগরীর অবস্থান ইরকুটস্ক অঞ্চলের গভর্ণর ইগর কোবজেভ বলেছেন, দু'জন মারা গেছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের  একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস দূষণের কারণে এ আগুন লাগে বলে মনে করা হচ্ছে।

তদন্তকারীরা শিল্প সুরক্ষা বিধি লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি