ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফ্রান্সে অ্যাপার্টমেন্টে আগুন লেগে পাঁচ শিশুসহ নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১৬ ডিসেম্বর ২০২২

ফ্রান্সের একটি আবাসিক ভবনে আগুন লেগে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১৪ জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট।

শুক্রবার ভোরে লিওনের কাছে ভলক্স এন ভেলিনে অবস্থিত একটি সাত তলা অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত শিশুদের বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। 

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

আগুন নেভাতে কাজ করেছে ১৭০ কর্মীসহ ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি