ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১৭ ডিসেম্বর ২০২২

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের ৫৫ শতাংশ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানী কিয়েভ এবং উত্তর, দক্ষিণ এবং পশ্চিমের শহরগুলোতে হামলা চালানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের দাবি, রুশ হামলায় খারকিভের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শহরের তিনটি এলাকায় রুশ বাহিনী ৭৬টি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি ড্রোন হামলায় ৯টির মতো হাসপাতালের ক্ষতি হয়েছে।

এতে জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। শহরে পানি সরবরাহ ব্যাহত এবং মেট্রো ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান, রাশিয়ার হামলায় তাপ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক ব্ল্যাকআউট এবং গরম পানি সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে। 

এদিকে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইউক্রেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি