ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো।

তিনি তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখা এক বার্তায় এ কথা বলেছেন। তিনি ঐ পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন।  

ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, ‘আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল এফবিআই, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত।’

তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল বলে তিনি উল্লেখ করেন।

২০২০ সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা।
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি