ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিকিমে সামরিক ট্রাক খাদে পড়ে ১৬ ভারতীয় সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৭:৫৩, ২৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত হয়েছে।

শুক্রবার সকালে তিনটি গাড়ির একটি বহর চাতেন থেকে থাঙ্গু যাওয়ার পথে জেমা এলাকায় ট্রাকটি খাদে পড়ে যায় বলে সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

“পথে জেমায় মোড় ঘোরার সময় গাড়িটি খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়,” বলেছে ভারতীয় সেনাবাহিনী।

শোকের এই মুহূর্তে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বিবৃতিতে বলেছে তারা।

নিহত সেনাদের নাম ও তিন কর্মকর্তার পদবী তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে বলেছেন,  “উত্তর সিকিমে এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুতে খুবই শোকাহত। জাতি তাদের কাজ ও অঙ্গীকারের জন্য কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছি।”

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি