ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

এক সপ্তাহের মধ্যে চীনে করোনা সংক্রমণ চূড়ায় ওঠার শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৩ ডিসেম্বর ২০২২

চীনে আগামী এক সপ্তাহের মধ্যে মহামারি করোনা সংক্রমণ চূড়ায় উঠবে বলে আশংকা করছে দেশটির স্বাস্থ্যবিভাগ।

গেল ২৪ ঘণ্টায় চীনে নতুন করে চার হাজার কোভিড রোগী শনাক্ত হয়েছে। অবশ্য টানা তৃতীয় দিনের মতো কোভিডে কোনো মৃত্যু নেই বলে দাবি চীনা স্বাস্থ্যবিভাগের।

তবে আগামী সপ্তাহে সংক্রমণ চূড়ায় উঠবে জানিয়ে তারা বলছে, বাড়বে গুরুতর রোগীর হারও। আর বর্তমান এই সংক্রমণের ঢেউ এক বা দুই মাস স্থায়ী হতে পারে এবং তা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পশ্চিমা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আগামী বছর চীনে কোভিডে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে।

এসবি/ 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি