ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৪ ডিসেম্বর ২০২২

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। দুই তলা কাঠের ভবনটির ওপরের অংশ সারা রাত ধরে পুড়তে থাকে বলে জানা যায়।

স্থানীয় খবরে জানা গেছে, গরম করার বয়লারের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত।

রুশ সংবাদমাধ্যম তাসের দেওয়া খবর বলছে, সরকারি অনুমতি ছাড়াই বৃদ্ধাশ্রমটি চালু করা হয়েছিল। স্থানীয় গর্ভনর জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রাশিয়াজুড়ে এরকম আরও অনেক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম চালু আছে। আর ব্যক্তিগতভাবে চালু করা এসব বৃদ্ধাশ্রমগুলো অগ্নি-নিরাপত্তার বিষয়টি ঠিকঠাক মানছে না।

একই শহরে ২০১৮ সালে একটি অবসর-যাপন কেন্দ্রে আগুন লেগে ৬০ জনের প্রাণ যায়। যাদের মধ্যে ৩৭ জনই ছিল শিশু।

সূত্র: বিবিসি
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি