ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড়ে নিহত বেড়ে ৫৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে ২৫ জনের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অধিবাসীরা।

বড়দিন উদযাপনে প্রচুর পর্যটক যুক্তরাষ্ট্রে ভিড় জমিয়েছিলেন। তবে ভয়াবহ তুষারঝড়ের কারণে সেখানেই আটকে পড়েছেন তারা। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গেছে। প্রবল ঠাণ্ডার কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। এই সুযোগে বেশ কিছু এলাকায় লুটপাটের খবরও পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে।

বাফেলো শহরের পুলিশ জানিয়েছে, শহরটিতে যে দশজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।

বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়-ঠাণ্ডায় অনেকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।

এদিকে তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডার কিউবেক ও ওন্টারিও। সেখানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য লাগোয়া কানাডার বিভিন্ন অংশেও হয়েছে ভারি তুষারপাত। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তুষারে পিচ্ছিল রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও ৫০ জনের মতো আহত হয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি