ইন্দোনেশিয়ার তীরে ভিড়ল নৌকা ভর্তি রোহিঙ্গা, জরুরি চিকিৎসা প্রদান
প্রকাশিত : ১৪:৩৮, ২৭ ডিসেম্বর ২০২২
প্রায় এক মাস সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি। এতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিলেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ।
স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর সোমবার আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
এসএ/
আরও পড়ুন