ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু বেড়ে ৬২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৮ ডিসেম্বর ২০২২

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬২ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কের বাফেলো শহরেই মারা গেছেন ২৮ জন। 

বরফে ঢাকা বাড়িঘরের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু এলাকার বাসিন্দারা। তাই প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। 

এছাড়া দেশটির বিভিন্ন শহরের রাস্তায় তুষারে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। খবর বিবিসি।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ৯টি স্টেটে স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত ৬২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউইয়র্কের বাফেলো শহরে। শহরটির এরিক কাউন্টিতেই মারা গেছে ২৭ জন।

দুইদিন ধরে বরফে ঢাকা পড়া বাড়িঘরে মানুষের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

বাফেলো সিটি মেয়র বায়রন ব্রাউন বলেছেন, কিছু মানুষ দুই দিন ধরে বাড়িঘরে বরফে আটকা পড়ে রয়েছেন। তারা জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছেন।

প্রাণহানি ঘটেছে আরও বেশি কয়েকটি রাজ্যে। এরমধ্যে ওহাইও স্টেটে ৯ জনের মৃত্যু হয়েছে। কেনটাকি ও কানসাস শহরে তিনজন করে মারা গেছেন।

জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মিনেসোটা স্টেটে মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডালাস শহরে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নিচে নেমে গেছে তাপমাত্রা।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাধাগ্রস্ত হয়েছে চরমভাবে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৭৫ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বাড়িঘরের ওপর কোথাও কোথাও ৯ ইঞ্চি ঘন তুষার জমে গেছে।

তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ককে জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটার বার্তায় তিনি বলেছেন, বড়দিনের উৎসবের শেষে এসে যারা প্রিয়জন হারিয়েছেন, হৃদয় থেকে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি