ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জেলেনস্কির ‘পিস ফর্মুলা’ প্রত্যাখান করেছে রাশিয়া: ল্যাভরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ‘শান্তি তত্ত্ব’ (পিস ফর্মুলা) প্রত্যাখান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা জানিয়েছেন।

ল্যাভরভ আরও বিশ্বাস করেন, প্রকৃত শান্তি আলোচনার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয়।

বৃহস্পতিবার এ বিষয়ে ল্যাভরভ বলেছেন, ইউক্রেন চায় পশ্চিমাদের সহায়তায় রাশিয়াকে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া থেকে বিতাড়িত করতে। তবে এটা কেবল ভীমরতি।

ইউক্রেন যুদ্ধ এগারো মাসে গড়ালেও মস্কো ও কিয়েভ এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। শুরুর দিকে কয়েক দফা বেলারুশ ও তুরস্কে শান্তি আলোচনায় বসলেও সেসব থেকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশের নেতারা।

ল্যাভরভ জেলেনস্কির পিস ফর্মুলা প্রত্যাখান হয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পরেই ইউক্রেন জানিয়েছে, দেশটিতে আবারো পুরোদমে হামলা শুরু করেছে রাশিয়া।

সূত্র: আল জাজিরা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি