ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

চলতি বছর মিয়ানমারের জান্তা সরকারের হাতে ১৬৫টির বেশি শিশুর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৭:৪৫, ২৯ ডিসেম্বর ২০২২

মিয়ানমারে চলতি বছর জান্তা সরকারের হাতে প্রাণ হারিয়েছে ১৬৫টিরও বেশি শিশু। গেল বছরের তুলনায় ৭৮ ভাগ বেড়েছে এই মৃত্যুর হার।

দেশটির ন্যাশনাল ইউনিটি সরকার জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে ভিন্নমতাবলম্বি বিক্ষোভ দমনে একের পর এক অভিযান চালায় জান্তা সরকার।

সরকার বিরোধী আন্দোলনকারীদেরও হত্যা-গ্রেফতার চালায় তারা। তাদের এই দমন অভিযানে প্রাণ হারায় বেসামরিক নাগরিকরা।

এরমধ্যে গেল সেপ্টেম্বরে সাগাইংয়ে একটি স্কুলে বিমান হামলায় নিহত হয় কমপক্ষে ১১ শিশু। এছাড়া রাখাইন ও কায়াহ রাজ্যেও স্কুলে মর্টার হামলায় নিহত হয় অনেকে।

অ্যাসিটেন্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য মতে, মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর নিহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি