ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৭:৪৩, ২৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দেখতে গেলেন মোদী।

হীরাবেন মোদীর বয়স ৯৯ বছর। বুধবার আমেদাবাদে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে. হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

মায়ের অসুস্থতার খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী মোদী আমেদাবাদে চলে যান। সাড়ে পাঁচটা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছান। এক ঘণ্টা তিনি মায়ের কাছে ছিলেন। সম্প্রতি গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও তিনি মায়ের সঙ্গে দেখা করেছিলেন। তার আগে হীরাবেনের জন্মদিনেও তিনি আমেদাবাদ গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী এবং তার পরিবারও গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, 'মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরকালীন ও অমূল্য। মোদীজি, এই কঠিন সময়ে আমার ভালোবাসা ও সমর্থন আপনার জন্য রইলো। আশা করি, আপনার মা, দ্রুত ভালো হয়ে উঠবেন।''

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি