ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মায়ের মরদেহ কাঁধে নিলেন মোদী, শেষকৃত্য সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৩০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

মায়ের মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি স্থগিত করে আহমেদাবাদ চলে যান নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হতে দেখা যায় তাকে। দৃষ্টি নীচের দিকে স্থির। তার পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ নিতে দেখা যায় মোদীর ভাইকেও।

হীরাবেনের মরদেহ একটি শববাহী গাড়িতে তোলা হয়। ওই গাড়িতে ওঠেন মোদী নিজেও। এরপর আহমেদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি