ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ তেল শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৩০ ডিসেম্বর ২০২২

সিরিয়ায় এক সন্ত্রাসী হামলায় ১০ তেল শ্রমিক নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার দের-আজ জুর প্রদেশের আল-তাইম তেল কূপ থেকে একটি বাস শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। ওই বাসে হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সানার খবরে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানানো হয়নি। তবে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা’ এই হামলা চালিয়েছে।

ব্রিটিশ সংস্থাটির পরিচালক আব্দেল রহমান এএফপিকে বলেন, বাসটি যাত্রা শুরুর পর পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়। এরপর ইসলামিক স্টেটের সদস্যরা বাস লক্ষ্য করে গুলি চালায়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি